নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরিপুর রেলস্টেশনের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হওয়ার পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ৯ ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ভৈরব ও নেত্রকোনার ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। বুধবার রাত পৌনে ১০টায় ময়মনসিংহের গৌরিপুর রেলস্টেশনের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ভৈরব ও নেত্রকোনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, নেত্রকোনা, জারিয়া ও ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। সকালে ভোরে তা উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।