News71.com
 Bangladesh
 13 Mar 20, 07:50 PM
 1195           
 0
 13 Mar 20, 07:50 PM

পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ॥ বাবার মরদেহ নিয়ে প্রেসক্লাবে ছেলে

পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ॥ বাবার মরদেহ নিয়ে প্রেসক্লাবে ছেলে

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মরদেহ নিয়ে এসে বাবা হত্যার বিচার চাইলো কিশোর ছেলে আরিফ হোসেন (১২) ও স্বজনরা। নিহত আলতাব হোসেন মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের জামগড়া গ্রামের বাসিন্দা। পুলিশের নির্যাতনে আলতাব হোসেনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মরদেহ রেখে এসব অভিযোগ করেন তারা। এসময় তারা নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় দালালদের সহায়তায় গত ২৮ ফেব্রুয়ারি আলতাব হোসেনকে ধরে নিয়ে যায় মুক্তাগাছা থানার এসআই খায়ের ও হামিদ। পরে তার স্ত্রীর ও স্বজনদের কাছে ৮৫ হাজার টাকা দাবি করে তারা। টাকা দিতে না পারায় থানায় তিনদিন আটকে রেখে তাকে অমানষিক নির্যাতন করে পুলিশ। পরে একটি হয়রানিমুলক মামলায় আটক আলতাবকে কোর্টে চালান দেয় । পরবর্তীতে গত ৫ মার্চ জামিনে মুক্ত হয়ে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে আলতাফ। পরে বৃহস্পতিবার হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের দাবী থানায় পুলিশি হেফাজতে নির্মম নির্যাতনের স্বীকার হয়েই তিনি গুরুতর অসুস্থ হন এবং পরবর্তীতে মৃত্যুবরন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন