নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক চাপায় অজ্ঞাতনামা সাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) বিকালে উপজেলার গৌরীপুর-কলতাপাড়া সড়কের তাঁতকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে গৌরীপুর-কলতাপাড়া সড়কের তাঁতকুড়া এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক অজ্ঞাতনামা এক সাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় সাইকেল আরোহীর মাথা মুখমণ্ডল থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।