News71.com
 Bangladesh
 04 Jun 20, 06:30 PM
 1394           
 0
 04 Jun 20, 06:30 PM

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সীমানা প্রাচীর নির্মাণ পরিকল্পনার প্রতিবাদ॥

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে সীমানা প্রাচীর নির্মাণ পরিকল্পনার প্রতিবাদ॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিশাল আকৃতির সার্কিট হাউস মাঠের একপাশে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের ম্যুরাল এবং মাঠের চারপাশে সীমানা প্রাচীর ও ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে বিভাগীয় প্রশাসন। কাজটি বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। এদিকে ম্যুরাল নির্মাণকে স্বাগত জানালেও মাঠে সীমানা প্রাচীর ও ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। কাজের ফলক উন্মোচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। প্রতিবাদে মাঠেই মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, সংগঠক, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ।এক সময়ের জাতীয় দলের ক্রিকেটার সাইফুল-সানোয়ার বা বর্তমানের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ- মোসাদ্দেক হোসেন সৈকত এই সার্কিট হাউস মাঠেরই সৃষ্টি। বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট, ক্রিকেট লীগসহ নানা ধরনের খেলার আসর বসে এই মাঠে। খেলাধুলায় আগ্রহী শিশু-কিশোরদের পদচারণায় মুখর থাকে এই মাঠ। বেশকয়েকটি ক্রিকেট কোচিং সেন্টারও গড়ে উঠেছে সার্কিট হাউস মাঠকে ঘিরে।সম্প্রতি এই মাঠের সীমানা প্রাচীর এবং ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বিভাগীয় প্রশাসন। প্রকল্পের আওতায় মাঠে একপাশে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের ম্যুরাল নির্মাণ, মাঠের সীমানায় ছয়ফুট উচ্চতার দেয়াল ও পাইপের ফেন্সিং, ৭ ফুটের ওয়াকওয়ে নির্মাণ করবে গণপূর্ত বিভাগ।গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বদরুল আলম খান বলেন, এই প্রকল্পের অন্তর্ভুক্ত হচ্ছে- মাঠের চারিদিকে ফেন্সিং ও ওয়াকওয়ে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন