নিউজ ডেস্কঃ ময়মনসিংহে সেপটিক ট্যাংকের সংস্কার করতে গিয়ে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রবিবার (৭ জুন) বেলা আড়াইটার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার কুরচাই গ্রামে এই ঘটনা ঘটে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হচ্ছে, মান্নান সরকারের ছেলে হুমায়ুন (৩৩) এবং সিরাজ উদ্দিনের ছেলে হিমেল (২৫) ।
ওসি শাহিনুজ্জামান খান জানান, মান্নান সরকারের বাড়ির সেপটিক ট্যাংকের সংস্কার কাজ করার সময় জমে থাকা গ্যাসে এই দুর্ঘটনা ঘটে। এই সময় মান্নান সরকারের ছেলে হুমায়ুন ও পাঁচ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই হুমায়ুন ও হিমেল নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে ।