নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার-কার্ভাডভ্যানের সংঘর্ষে জয় মোর্শেদ (৩২) ও জাবের মোর্শেদ (৩০) নামে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা-মাসহ তিনজন।রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি জামালপুরের ইসলামপুরে। প্রাইভেটকারে করে তারা ঢাকা যাচ্ছিলেন।ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাদিউল ইসলাম জানান, জামালপুরের ইসলামপুরের কৃষিবিদ মঞ্জুর মোর্শেদ হ্যাপী সপরিবারে প্রাইভেটকারযোগে ঢাকা যাচ্ছিলেন। বড় ছেলে জয় মোর্শেদ গাড়ি চালাচ্ছিলেন।গতরাত সাড়ে তিনটার দিকে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ইউটার্ন নেয়ার সময় কাভার্ডভ্যানের সাথে দ্রুত গতির প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয় মোর্শেদ তুষার (৩২) মারা যায়। ভালুকা সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় তার ছোট ভাই জাবের মোর্শেদ আকাশ (৩০)।নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের ভোরে ময়মনসিংহ মেডিকেলে আনা হলেও পরে ঢাকা রেফার্ড করা হয়