News71.com
 Bangladesh
 05 Aug 20, 12:27 PM
 1231           
 0
 05 Aug 20, 12:27 PM

ময়মনসিংহের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত॥

ময়মনসিংহের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ঈদের আগে জেলা প্রশাসকের (ডিসি) গাড়িচালক নজরুল ইসলাম করোনা আক্রান্ত হন। বিষয়টি জানতে পেরে ডিসি মিজানুর রহমান স্বেচ্ছায় তার বাসাতেই কোয়ারেন্টিনে থাকতে শুরু করেন। পরে তার করোনা উপসর্গ দেখা দিলে সোমবার (৩ আগস্ট) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে তার নমুনা পরীক্ষা করতে দেন। মঙ্গলবার রাতে আসা ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে এবং তিনি আইসোলেশনে আছেন।ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবি এম মসিউল আলম  জানান, মঙ্গলবার মমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে এর মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।ময়মনসিংহে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন