নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ চাষে বাধা দেওয়ায় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে চার যুবক। ঘটনার ১০ দিনের মাথায় দুইজনকে গ্রেফতারের পর বেরিয়ে আসে হত্যার এমন তথ্য। গ্রেফতাররা হলেন- উপজেলার সাধুয়া গ্রামের সুজন মিয়া (২৫) ও অললী গ্রামের সিরাজ শেখ (২৫)। বুধবার (৩০ সেপ্টম্বর) রাতে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, দীর্ঘ দিন ধরে উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের রিফাতের সঙ্গে ওই এলাকার মসজিদের ইমাম হাফেজ মাওলানা আজিম উদ্দিনের একটি পুকুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি ওই পুকুরে মাছ চাষের প্রস্তুতি নেয় রিফাত। কিন্তু ইমাম আজিম উদ্দিন সেই মাছ চাষে বাধা দেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে তাকে শায়েস্তা করার পরিকল্পনা করে রিফাত, রুবেল, সুজন ও সিরাজ। এরপর গত ১৯ সেপ্টেম্বর রাতে মসজিদে এশার নামাজের ইমামতি শেষ করে বাড়ি ফেরার পথে নিগুয়ারি খালের পাশে সাধুয়া মার্কেটের কাছে পৌঁছালে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় রিফাত ও তার তিন সহযোগী।