News71.com
 Bangladesh
 27 Oct 20, 09:54 PM
 1075           
 0
 27 Oct 20, 09:54 PM

নেত্রকোনায় ট্রাকচাপায় নিহত ২।।

নেত্রকোনায় ট্রাকচাপায় নিহত ২।।

নিউজ ডেস্কঃ নেত্রকোনায় ট্রাকচাপায় সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, বাংলা গ্রামের অটোরিকশাচালক কমল মিয়া (৩২) ও ঠাকুরাকোনা ইউনিয়নের নোয়া নগর গ্রামের জসিম মিয়া (৩৮)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, বীনা পানি স্কুলের সামনে একটি অটোসিএনজি রিকশায় যাত্রী উঠানোর সময় পেছন থেকে আরেকটি অটোসিএনজি এসে ধাক্কা দিলে ওই সিএনজি উল্টে যায়। এর মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দিলে কমল ঘটনাস্থলেই নিহত হন। সদর উপজেলার সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন