নিউজ ডেস্কঃ ময়মনসিংহে নিখোঁজের সাত দিন পর এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (২১ নভেম্বর) বাড়ির পাশের পুকুর থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, গত ১৪ই নভেম্বর তারাকান্দা উপজেলার ভাতিয়া গ্রামের কৃষক মাহমুদ আলীর মেয়ে সালমা খাতুন বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পায়নি। শনিবার বাড়ির কাছের একটি পুকুরে সালমার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।