News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:34 AM
 1073           
 0
 21 Dec 20, 11:34 AM

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ॥ ৩ যাত্রী নিহত  

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ॥ ৩ যাত্রী নিহত   

নিউজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরো দুই জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। রবিবার রাতে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাতে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনা যাচ্ছিল অটোরিকশাটি। পথেমধ্যে ময়মনসিংহ-মহাসড়কের বেলতলী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে অটোরিকশাটি সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার তিন জন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরো দুই যাত্রী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহত দুই জনকে হাসপাতালে পাঠিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন