নিউজ ডেস্কঃ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে গত ২৪ ডিসেম্বর হত্যাকাণ্ডের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৫ ডিসেম্বর) মেঘালয় বিএসএফ এক টুইট বার্তায় জানিয়েছে, বাংলাদেশের কোনো একটি মহল গত ২৪ ডিসেম্বর বিএসএফের বিরুদ্ধে যে হত্যার অভিযোগ এনেছে, তা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। যে সময় দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলছে, ঠিক সে সময় বিএসএফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। বিএসএফ জানায়, যে হত্যার বিষয়টি নিয়ে বিএসএফের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে তা সীমান্ত রেখা থেকে দুইশ মিটার বাংলাদেশের ভেতরে। এ হত্যার সঙ্গে বিএসএফের কোনো সম্পর্কও নেই।