News71.com
 Bangladesh
 23 Jul 21, 11:21 AM
 833           
 0
 23 Jul 21, 11:21 AM

নেত্রকোনায় অটোরিকশা সাইড দেওয়া নিয়ে মারামারি॥একজনের

নেত্রকোনায় অটোরিকশা সাইড দেওয়া নিয়ে মারামারি॥একজনের

নিউজ ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাহিতপুর বাজারে অটোরিকশা সাইড দেওয়া নিয়ে মারামারিতে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ খবরে এলাকায় দুই গ্রামবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে অটোরিকশা সাইড দেওয়া নিয়ে চেংজানা গ্রামের দুই চালক ও আটি গ্রামের যুবকদের ঝগড়া বাধে।বিষয়টি বাজারের লোকজন মীমাংসা করে দেওয়ার পরেও আটি গ্রামের যুবকরা ফিরে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজনকে নিয়ে এসে ওই অটো চালকদের ওপর হামলা চালায়। এতে চেংজানা গ্রামের শামিমের ছেলে ইমরান হোসেন বাবু (২৪) ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে একলাছ উদ্দিন (৩০) আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানে ইমরান হোসেন বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এমন খবর এলাকায় এলে গ্রামবাসীর মাঝে সংঘর্ষ বাধার রূপ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটি গ্রামের সুমন (২২) নামে এক যুবককে আটক করে। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি কাজি শাহনেওয়াজ বলেন, 'আটি গ্রামের কয়েক যুবক ওষুধ কিনতে আসে সাহিতপুর মোড়ে রোয়াইল বাড়ি রোডেই। কাছাকাছি দুইটা জায়গা সড়কের দুইদিকে। এসময় অটো রাখা নিয়ে ওই যুবকদের সাথে চেংজানা গ্রামের দুই চালকের ঝগড়া হয়।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন