নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী রেল স্টেশনে চট্টগ্রামগামী আন্ত:নগর বিজয় ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির হ্যাঙ্গার আই বোল্ট ভেঙ্গে পড়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ময়মনসিংহ- চট্টগ্রাম রেলপথের ট্রেন চলাচল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩ টার দিকে আন্ত:নগর বিজয় ট্রেনের বগির হ্যাঙ্গার আই বোল্ট মেরামত শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। এর আগে রাত সোয়া ৯ টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীরা জানান, শুক্রবার রাত আটটার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় আন্ত:নগর বিজয় এক্সপ্রেস ট্রেন। রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় বিকট শব্দে ট্রেন থেমে যায়। পরে ট্রেনের চালকসহ অন্যরা এসে দেখতে পায় ইঞ্জিনের পেছনের বগির হ্যাঙ্গার আই বোল্ট ভেঙ্গে গেছে। তবে এতে কোনো হতাহত হয়নি। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ট্রেনের শতশত যাত্রী। এদিকে, খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালি লোকোশেড থেকে রাতে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের সমস্যা সমাধান করে বলে জানায় কেওয়াটখালি লোকেশেডের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী ও লোকো রক্ষণাবেক্ষণ ইনচার্জ মো. সাইদুর রহমান।