News71.com
 Bangladesh
 29 Sep 21, 11:17 PM
 812           
 0
 29 Sep 21, 11:17 PM

গৌরীপুরে মেয়ের সামনেই মাকে কুপিয়ে হত‍্যা॥বাবা আটক

গৌরীপুরে মেয়ের সামনেই মাকে কুপিয়ে হত‍্যা॥বাবা আটক

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মেয়ের সামনেই মা ললিতা বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে তার বাবা। ঘটনার পর স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে (৫০) আটক করেছে পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, সকালে ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেন রফিকুল ইসলাম। এ সময় ঘরে থাকা তার মেয়েরা বাধা দিতে গেলেও শেষ রক্ষা করতে পারেনি। পরে আহত অবস্থায় ললিতাকে গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই শামীম আহাম্মেদ জানান, ভগ্নিপতির সঙ্গে আমার বোনের কোনো বিরোধ ছিল না। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রফিক। তখন থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন