News71.com
 Bangladesh
 04 Oct 21, 11:17 AM
 593           
 0
 04 Oct 21, 11:17 AM

ময়মনসিংহে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু॥

ময়মনসিংহে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু॥


নিউজ ডেস্কঃ ময়মনসিংহে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার নান্দাইল ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল চন্দ্র সরকার জানান, রোববার বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মো. সাগর হোসেন(১৮)। সে স্থানীয় শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজ থেকে এ বছর এইচএসসি পরিক্ষার্থী ছিল। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবুল আলম জানান, দীঘা গ্রামের আবুল হাসেনের ছেলে মো. সাগর হোসেন আবহাওয়া খারাপ দেখে মাঠ থেকে গরু আনতে গিয়েছিল। এ সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

অপরদিকে নান্দাইলের বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে রাকিব আল হাসান হামিম (১৯) নামে অপর এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। হামিম ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। বীরবেতাগৈর ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইলিয়াস কাঞ্চন জানান, হামিম ব্রহ্মপুত্র নদের চরে ঘাস কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বাড়িতে ফিরে আসার পথে বজ্রপাতে মারাত্মক আহত হন। কিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন