News71.com
 Bangladesh
 14 Oct 21, 03:36 PM
 502           
 0
 14 Oct 21, 03:36 PM

এ এস পি পরিচয়ে বিয়ে করতে এসে কারাগারে প্রতারক সোলাইমান॥

এ এস পি পরিচয়ে বিয়ে করতে এসে কারাগারে প্রতারক সোলাইমান॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুরে এএসপি পরিচয়ে বিয়ে করতে এসে অবশেষে কারাগারে ঠাঁয় হয়েছে সোলাইমান কবির (৩৫) নামে এক যুবকের। সোলাইমান কবির শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় শাহজাহান মিয়ার ছেলে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামাম প্রতারক সোলাইমান কবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তরুণীর বাড়ি থেকে সোলায়মান কবিরকে আটক করা হয়। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ‍্য নিশ্চিত কলেছেন।

তিনি বলেন, প্রতারক সোলাইমান কবিরের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, সোলাইমান কবিরের ফুলপুরের অনার্স পড়ুয়া এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। সোলাইমান নিজেকে ৪০তম বিসিএসর এএসপি পরিচয় দিয়ে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। পরে ওই তরুণী সোলাইমানকে তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে বলেন। পরে সোলাইমান ওই তরুণীর বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেন। এ সময় তার কথাবার্তা সন্দেহ হলে তরুণীর বাবা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সোলাইমান প্রতারণার কথা স্বীকার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন