নিউজ ডেস্কঃ ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর মুক্তাগাছা-বাইপাস সড়কের আকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।