News71.com
 Bangladesh
 17 Nov 21, 11:42 AM
 735           
 0
 17 Nov 21, 11:42 AM

ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭॥

ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭॥

নিউজ ডেস্কঃ য়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত রয়েছেন ৯ জন। এছাড়াও নিয়মিত মামলায় গ্রেফতার হয়েছে আরও ৮ জন। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- কাজল মিয়া, তুষার, মো. খলিল, সুব্রত পাল (রঞ্জন), মো. মাসুদ, মো. মিঠু, প্যারিজ ডায়মন্ড, মো. আনিছ ও মো. আল আমিন। ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার (১৫ নভেম্বর) রাতে পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন