নিউজ ডেস্কঃ ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সহিংসতা এড়াতে অনির্দিষ্টকালের জন্য সব হল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। শনিবার (৪ ডিসেম্বর) রাতে অধ্যক্ষ মো. আমান উল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে শনিবার রাতের মধ্যেই ছাত্রদের এবং ছাত্রীদের রোববার (৫ ডিসিম্বের) সকাল ৮টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কলেজের একাধিক শিক্ষার্থী জানান, গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের কমিটি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ইউনিট হিসেবে পরিচালিত হবে।