News71.com
 Bangladesh
 19 Feb 22, 11:42 PM
 501           
 0
 19 Feb 22, 11:42 PM

ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত।।

ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত।।

নিউজ ডেস্কঃ  টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবকটি রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিষয়টি ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন