News71.com
 Bangladesh
 21 Feb 22, 02:41 PM
 503           
 0
 21 Feb 22, 02:41 PM

ভালুকায় বিস্ফোরণে ৩ শিশুর মৃত্যু ।।

ভালুকায় বিস্ফোরণে ৩ শিশুর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিস্ফোরণে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে সহোদর ভাই-বোন।  রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার সিডস্টোর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।  নিহত তিন শিশু হলো- সাদিয়া(৮), রাদিয়া(৫) ও রায়হান(২)। তাদের পিতার নাম মো. স্বপন মিয়া।  ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাতে হঠাৎ স্থানীয় রুবেল মিয়ার বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ওই ঘরে বিস্ফোরণ হয়। এতে অগ্নিকাণ্ড আরও বেড়ে গেলে ঘরে থাকা ওই ৩ শিশু ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।  তিনি আরও জানান, নিহত শিশুদের পিতা স্বপন মিয়া ওই বাসায় ভাড়া থাকতেন, তিনি এখন গার্মেন্টসকর্মী। তবে তার স্থায়ী বাড়ি কোথায় এখনো তা জানা যায়নি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন