News71.com
 Bangladesh
 08 Mar 22, 01:49 PM
 455           
 0
 08 Mar 22, 01:49 PM

ট্রাকের ধাক্কায় বাইক থেকে পড়ে প্রাণ গেল ২ বন্ধুর॥  

ট্রাকের ধাক্কায় বাইক থেকে পড়ে প্রাণ গেল ২ বন্ধুর॥   

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। নিহতরা হলেন-গৌরীপুর উপজেলার ভাংনামারী বারোয়ামারী গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৬) ও পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া মধ‍্যপাড়া এলাকার আব্দুল গনি (২৫)। সোমবার (৭ মার্চ) রাতে সদর উপজেলার সাহেব কাচারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবুজ ও আব্দুল গনির বাড়ি পাশাপাশি গ্রামে। রাতে তারা দু’জন একসঙ্গে মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন