নিউজ ডেস্কঃ হঠাৎ বিস্ফোরণে ময়মনসিংহের নান্দাইলে আতশবাজি তৈরির বিস্ফোরক কারখানায় দুই নারীর মৃত্যুর ঘটনায় পালিয়েছে মালিক মো. বোরহান উদ্দিন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ। মালিক বোরহান উদ্দিন উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান। ঘটনার বিষয়ে শেখ মোস্তাফিজুর রহমান জানান, অবৈধভাবে একটি বাড়িতে গোপনে পটকা তৈরি করে আসছিল স্থানীয় বোরহান উদ্দিন নামে এক ব্যবসায়ী। ভোর রাতে হঠাৎ বজ্রপাত হলে পটকা তৈরির রাসায়নিক কেমিক্যালে বিস্ফোরণ হয়। এতে একটি হাফ বিল্ডিং ভবনের চাল-দেয়াল উড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় দক্ষিণ বাঁশাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।