News71.com
 Bangladesh
 23 Apr 22, 10:38 AM
 487           
 0
 23 Apr 22, 10:38 AM

আতশবাজির কারখানায় দুই নারীর মৃত্যু।। প্রধান আসামি গ্রেফতার

আতশবাজির কারখানায় দুই নারীর মৃত্যু।। প্রধান আসামি গ্রেফতার

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলে অবৈধ একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই নারী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২২ এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

তিনি জানান, অবৈধ আতশবাজির কারখানায় দুই নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। জানা যায়, বুধবার (২০ এপ্রিল) সকালে নান্দাইলের চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে একটি বাড়িতে অবৈধ আতশবাজির কারখানায় বিকট বিস্ফোরণ হয়। এতে আফিলা খাতুন ও নাসিমা নামে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণে আধা পাকা বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে। মরদেহ দুটি ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকে অবৈধ কারখানা ও বাড়ির মালিক বোরহান উদ্দিন পলাতক ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন