নিউজ ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলর দুই আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়াও পৃথক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে নান্দাইল উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন হলেন- উপজেলার মুসুল্লি ইউনিয়নের আগমুশুল্লি গ্রামের সুকেন মিয়ার ছেলে সজিব মিয়া (১৫) ও টাঙ্গালের ব্রাহ্মণখোলা এলাকার মৃত আদম মিয়ার ছেলে ইব্রাহিম খলিল (৪৫)। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত গতির দুটি মোটরসাইকেলকে পিকআপভ্যান ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজিব মিয়ার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত ইব্রাহিম খলিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।