News71.com
 Bangladesh
 07 May 22, 12:01 AM
 723           
 0
 07 May 22, 12:01 AM

ফুলপুরে বাস ও প্রাইভেটকারের পঞ্চমুখী সংঘর্ষ।। আহত ৭

ফুলপুরে বাস ও প্রাইভেটকারের পঞ্চমুখী সংঘর্ষ।। আহত ৭

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুরে চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।  শুক্রবার (৬ মে) সকাল ১০টার দিকে ওই উপজেলার শেরপুর সড়কের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ‍্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আহত ৭ জনের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন বলেন, ময়মনসিংহ শেরপুর সড়কের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রথমে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই দুই বাসের পেছনে থাকা আরও দুই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলোতে ধাক্কা দেয়। পরে আরও একটি প্রাইভেটকার আগে সংঘর্ষে জড়ানো বাসে ধাক্কা দেয়। এতে ৫টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।08:40 PM

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন