নিউজ ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়ীতে বসতভিটার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত ভিক্ষুকের পরিবারকে উল্টো মামলায় জড়ানোর ঘটনা ঘটেছে। মামলার পর হাসপাতাল থেকে ওই ভিক্ষুককে আটক করে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশকে বরখাস্ত ও দুইজনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি ভিক্ষুক পরিবারের পক্ষে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহাম্মেদ।
মঙ্গলবার (১০ মে) রাতে জামালপুর পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহাম্মেদ বরখাস্ত ও ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেছেন।বরখাস্ত ও ক্লোজড হওয়া পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার (১০ মে) দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত ভিক্ষুক ও তার পরিবারের সদস্যরা চিকিৎসাধীন থাকলেও তাদের আসামি করায় পুলিশ তাদের পিটিয়ে ও টেনে হিঁচড়ে হাসপাতাল থেকে হাজতে পাঠায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের এমন ভিডিও ছড়িয়ে পড়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।