News71.com
 Bangladesh
 21 May 22, 08:30 PM
 1232           
 0
 21 May 22, 08:30 PM

জামালপুরে ট্রেনের কাটা পড়ে ২ জনের মৃত্যু।।

জামালপুরে ট্রেনের কাটা পড়ে ২ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ জামালপুরের মেলান্দহে ও ইসলামপুরে ট্রেনের কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) দুপুরের দিকে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।  পৃথক এ দুর্ঘটনার মধ্যে ইসলামপুরে নিহত হয়েছেন সামছুল হক নামে একজন। তিনি ইসলামপুর পৌর শহরের কিসামতজাল্লা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। সামছুল ইসলামপুর বাজারে কলা ব্যবসা করতেন বলে জানা গেছে। তবে মেলান্দহে নিহত যুবকের নাম জানা যায়নি। 

জানা গেছে, দুপুরের দিকে ইসলামপুর পৌর এলাকার ধর্মকুড়া ঋষিপাড়া রেলওয়ে ক্রসিংয়ে হেঁটে পার হচ্ছিলেন সামছুল। এ সময় জেলার দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সামছুলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। অন্যদিকে এদিন মেলান্দহ রেলস্টেশনের হোম সিগনাল ও আউট সিগনালের মাঝে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্য হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন