News71.com
 Bangladesh
 08 Jun 22, 12:14 PM
 1503           
 0
 08 Jun 22, 12:14 PM

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণ-বিরোধী।। প্রিন্স

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণ-বিরোধী।। প্রিন্স

নিউজ ডেস্কঃ গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণ-বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গণ-বিরোধী। সরকার একদিকে যেমন গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হরণ করেছে; অন্যদিকে ভ্রান্ত-নীতি, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে গণ-দুর্ভোগ সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির এ নেতা আরও বলেন, দ্রব্যমূল্য আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা চরম দায়িত্বজ্ঞানহীন। সরকারের দায়িত্ব দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। কিন্তু বতর্মান সরকার তা না করে জনগণকে আতঙ্কিত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন