News71.com
 Bangladesh
 09 Jun 22, 02:49 PM
 1496           
 0
 09 Jun 22, 02:49 PM

শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত ।।

শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত ।।

নিউজ ডেস্কঃ দুই দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়ে ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। এদিকে মহারশী নদীতে পানি বাড়ায় সদর ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রাম, সোমেশ্বরী নদীতে পানি বাড়ায় ধানশাইল ইউনিয়নের পাঁচটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদ-নদীর পানি বাড়ায় পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর তীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এতে প্রতিষ্ঠানগুলোতে ছুটির নির্দেশনা দেওয়া হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি ওঠায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষতির পরিমাণ বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন