News71.com
 Bangladesh
 14 Jun 22, 08:50 PM
 1754           
 0
 14 Jun 22, 08:50 PM

তেঁতুলিয়ায় প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তির মৃত্যু।।

তেঁতুলিয়ায় প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তির মৃত্যু।।

নিউজ ডেস্কঃ  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  প্রতিপক্ষের মারধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শহীদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ জিতেন নামে একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুরের দিকে সব আইনি প্রক্রিয়া শেষে জিতেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  এর আগে সোমবার (১৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহীদ একই গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।  তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শহীদের স্ত্রী ফেন্সি আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে জিতেনকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন