News71.com
 Bangladesh
 15 Jun 22, 08:32 PM
 1328           
 0
 15 Jun 22, 08:32 PM

বাইকে ট্রাক্টরের ধাক্কা।।প্রাণ গেল দুই ভাইয়ের

বাইকে ট্রাক্টরের ধাক্কা।।প্রাণ গেল দুই ভাইয়ের

নিউজ ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাদের চাচা পারভেজ (২৬)। বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পেছনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই ইউনিয়নের বয়সিং উত্তরপাড়ার সুলতান মাহমুদের ছেলে ও ভাটারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফকির (১৭) এবং একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও ভাটারা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাসেল (২০)। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে চাচাতো দুই ভাই ফকির ও রাসেল এবং চাচা পারভেজ একই মোটরসাইকেলে করে বাড়ি থেকে ভাটারা বাজারে যাচ্ছিলেন। পথে কলেজের পেছনের রাস্তায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটিসহ তারা রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই ফকির নিহত হন। এসময় গুরুতর আহত হন রাসেল ও পারভেজ। এ অবস্থায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় রাসেলের। আহত পারভেজ বলেন, নিহত দুইজনই আমার ভাতিজা। দুর্ঘটনার পর পরিবারের লোকজন তাদের মরদেহ বাড়ি নিয়ে গেছেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও  কেউ কোনো কিছু জানাননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন