নিউজ ডেস্কঃ জামালপুরে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রসহ ৩ শিশু পানিতে ডুবে মারা গেছে। এর একজন হচ্ছে জামালপুর শহরের সর্দারপাড়া মডেল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ইব্রাহিম খলিল মহিন (১৩)। সে বজ্রাপুর ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের ইসলাম ধর্ম শিক্ষক আবদুল মমেনের ছেলে।
মহিন তার সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলার জন্য মাদ্রাসা থেকে বের হয়। পরে বন্ধুদের সঙ্গে সাংস্কৃতিক পল্লির লেকে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে তাকে উদ্ধার করে। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার রবিউল ইসলাম আকন্দ বলেন, শিশুটিকে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।