News71.com
 Bangladesh
 30 Jun 22, 08:12 PM
 1857           
 0
 30 Jun 22, 08:12 PM

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু।।

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ  শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শাজাহান মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার জানকিখিলা গ্রামে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ওই ঘটনা ঘটে। মৃত শাজাহান মিয়া ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শাজাহান মিয়া বাড়ির পাশে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। ওই সময় বিদ্যুতের ছেড়া তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।  পরে আশপাশের লোকজন তাকে  উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শাজাহান মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন