নিউজ ডেস্কঃ নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন প্রতিষ্ঠানের মালিকরা। শুক্রবার (১ জুলাই) ভোরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বজ্রপাতের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরই আকস্মিক তারাগঞ্জ দক্ষিণ বাজার কাঁচামালের আড়তদারদের এ মার্কেটে আগুন লাগে। কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ার পর শহরের কমিউনিটি পুলিশ এবং আশপাশের মানুষ টের পান। এ সময় তাদের ডাকাডাকিতে আশপাশের আরও লোকজন ছুটে আসেন। আগুন লাগার প্রায় ৩০ মিনিট পর খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ততক্ষণে জয়নাল আবেদীন, রেফাজ উদ্দিন, গোপাল চন্দ্র দাস, বদিউজ্জামান, ইসমাইল হোসেন, আব্দুল হাই, কিরণ সাহা, শিশির দাস, রূপালি সরকার, সাধন দাসের সবকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় এ্যাডভোকেট দিপঙ্কর চন্দ্র সরকার দিপুর ল' চেম্বার। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি মোটরসাইকেল, চারটি রাইস মিল, মশলা ভাঙার মিল, পিঁয়াজ-রশুন-আলুর আড়ৎ, গরম মশলার পাইকারী দোকান, ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান, মুদী দোকান ও লন্ড্রী দোকান পুরোপুরি পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।