News71.com
 Bangladesh
 04 Jul 22, 06:56 PM
 1446           
 0
 04 Jul 22, 06:56 PM

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু ।।

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজেন্দ্র রবিদাস (৪০) নামে এক দিনমজুর মারা গেছেন।  সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের দক্ষিন রাজশাহিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  মৃত রাজেন্দ্র রবিদাস স্থানীয় বিরুনীয়া মোড় জুগিপাড়া এলাকার হাটিমুল রবিদাসের ছেলে। 

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. কামরুজ্জামান। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, রাজেন্দ্র রবিদাস ৪০০ টাকা চুক্তিতে দক্ষিণ ধীতপুর রাজশাহিপাড়া এলাকায় সুরুজ বাঙ্গালীর কড়ই গাছের ডাল কাটতে যান।  এ সময় গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিদাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন