নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে রিফাত বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার বৈলর মণ্ডলবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার সময় ওই স্থানে একজন শ্রমিক ডিভাইডার মেরামতের কাজ করছিলেন। এ সময় ঢাকাগামী রিফাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাউডারে উঠে যায়। এতে বাসচাপায় ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।