News71.com
 Bangladesh
 05 Sep 22, 09:02 PM
 2149           
 0
 05 Sep 22, 09:02 PM

কাজ দেওয়ার কথা বলে অপহরণ-মুক্তিপণ দাবি।।আটক ৭

কাজ দেওয়ার কথা বলে অপহরণ-মুক্তিপণ দাবি।।আটক ৭

নিউজ ডেস্কঃ রাজমিস্ত্রির কাজ করার জন্য টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসেন মো. আব্দুল রহিম (৪০) নামে এক ব্যক্তি। সেখান থেকে তাকে কাজ দেওয়ার কথা বলে শহরের একটি বাসায় নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছে একটি অপহরণ চক্র। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার ও সাত অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়। এদিন দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাব ১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান। আটকরা হলেন- কালিহাতীর রতনগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে জামিল হোসেন সাগর (২২), আদি টাঙ্গাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে শাকিল আহমেদ হৃদয় (২৭), মো. আলমগীর হোসেনের ছেলে লাবিব খান (১৮), ফজলুল হকের ছেলে রাকিবুল ইসলাম (২২), গারাইল এলাকার আবু তাহেরের ছেলে হৃদয় আহমেদ (২২), সখীপুর সদরের এবাদত হোসেনের ছেলে বাধন (১৯), ও মোস্তফা কামালের ছেলে রাব্বি খান (১৮)।

র‌্যাব জানায়, অপহরণের পর রহিমকে মারধর করে তার সঙ্গে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে আটকে রেখে তার পরিবারের কাছে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপন দাবি ও টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে রহিমকে মোটরসাইকেলে করে শহরের অন্য আরেকটি বাসায় নিয়ে যায় অপহরণকারীরা। তারা দুইটি বিকাশ নম্বর দিয়ে টাকার জন্য রহিমের বাড়িতে তাগিদ দিতে থাকেন। রহিমের ছোট ভাই আব্দুর রাজ্জাক বিষয়টি র‌্যাবকে জানালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইল শহরের বাজিতপুর সাহাপাড়া থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন