নিউজ ডেস্কঃ ময়মনসিংহে বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে বেপরোয়া যাত্রীবাহী সিএনজির ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক চালকসহ কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ২৩ নং ওয়ার্ডের সুতিয়াখালি তিন রাস্তার মোড় এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ট্রাকচালক মো. ইব্রাহিম(৩৩), শ্রমিক নেতা রতন মিয়া (৩৬), আ. কাদির (৩৫), চালক সোহাগ (৩০), ইমরান হোসেন(৩২), রমজান আলী (৪৮), জনি (৩৪) ও বাবুল মিয়া (৫০) সহ অজ্ঞাত আরও দু’জন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ কাছে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএনজি চালকের বেপরোয়া গতির কারণে একটি ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে ট্রাক ও সিএনজি চালকের মধ্যে তর্ক-বির্তকের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।