News71.com
 Bangladesh
 07 May 24, 09:46 AM
 274           
 0
 07 May 24, 09:46 AM

সিরাজগঞ্জে উপজেলা প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৫॥

সিরাজগঞ্জে উপজেলা প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৫॥


নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে নির্বাচনকে প্রভাবিত করতে একজন প্রার্থীর পক্ষে গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১০ প্রিজাইডিং অফিসারকে বাতিল করে নতুন ১০ জনকে নিয়োগ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এবং ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু সামা, বাহুকা কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক সিরাজগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার ইয়াসিন আরাফাত এবং এদের সমন্বয়ক শিয়ালকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলামকে এ ঘটনার মাষ্টার মাইন্ড বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন