News71.com
 Bangladesh
 20 Jun 24, 08:46 PM
 583           
 0
 20 Jun 24, 08:46 PM

সেলাই মেশিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সরকার

সেলাই মেশিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সরকার

 

উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। জেলায় কর্ম শুন্য ও বেকার পুরুষের পাশাপাশি নারীদের ও হার বেশি। এই দারিদ্র্যতার হার কমাতে অনেকেই অনেক উদ্যোগ গ্রহন করেছেন। তবে কার্যকারী উদ্যোগ এর অভাব রয়েছে। ঠিক এসব কথা চিন্তা করে কেন্দ্রীয় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমাজসেবক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সরকার বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছেন। জেলার উন্নয়ন ও বেকারত্ব দূরীকরনে রেখেছেন বড় ভূমিকা। সম্প্রতি গোবিন্দপুরে দিয়েছেন মোসা সাইয়ইদা নামের এক মহিলাকে সেলাই মেশিন। এছাড়াও আরো সেলাই মেশিন দেয়ার লিস্ট ও করা হয়েছে। এ বিষয়ে শহীদুল ইসলাম বলেন, "জেলার মানুষের উন্নয়ন মানেই জেলার উন্নয়ন। তিনি বলেন সেলাই মেশিন, অসুস্থ রোগীদের হুইল চেয়ার প্রদান, গাছ লাগানো সহ বেশ কিছু সামাজীক কাজ হাতে নিয়েছি। আশা করছি আগামীতেও এসব কাজ অব্যাহত থাকবে।"
সেলাই মেশিন পেয়ে সাইয়িদাও অনেক খুশী। তিনি জানান, "আমার কেউ নেই। কিভাবে দিন চলবে তা জানা ছিল না। কিন্ত যখন এই সেলাই মেশিন হাতে পেলাম তখন মনে হলো হইতবা এখন দিন ডাল ভাত খেয়ে চালাতে পারব।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন