News71.com
 Bangladesh
 07 Jul 24, 11:47 PM
 264           
 0
 07 Jul 24, 11:47 PM

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বগুড়ায় ৬ জনের মৃত্যু॥ আহত ৩৫

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  বগুড়ায় ৬ জনের মৃত্যু॥ আহত ৩৫

 

নিউজ ডেস্ক: বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রার র্যালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার বিকাল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- অতসী, রঞ্জিতা, অলোক, নরেশ ও অজ্ঞাতনামা দুইজন।

শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. ওয়াদুদ জানান, হাসপাতালে এ পর্যন্ত ৪ জনের লাশ আনা হয়েছে। এছাড়া আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। মোহাম্মদ আলী হাসপাতালে আরও ১ জনের লাশ রয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন