নিউজ ডেস্কঃ রাজশাহীর ২০০ শিক্ষার্থীর মাঝে চার লাখ ৫৩ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করলো জেলা পরিষদ। আজ দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের দফতরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির এই চেক হস্তান্তর করা হয়। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত ২০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৯৩ জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।বাকিরা উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাথাপিঁছু দুই হাজার এবং বাকিদের আড়াই হাজার টাকা করে এককালীন এই বৃত্তি দেওয়া হয়। জেলা পরিষদের ‘অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান’ প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীসহ জেলার ৯ উপজেলার শিক্ষার্থীরা এই বৃত্তি পেল। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ নার্গিস আক্তার, সদস্য এমদাদুল হক, মাহমুদুর রহমান রেজা।