News71.com
 Bangladesh
 20 Jul 17, 07:18 AM
 1290           
 0
 20 Jul 17, 07:18 AM

জনগণের নিরাপত্তা নিয়ে কোনো আপোস নয়।।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

জনগণের নিরাপত্তা নিয়ে কোনো আপোস নয়।।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার কারো সঙ্গে কোনো আপোস করবে না। জনগণ সঙ্গে আছে বলে সরকার বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও থেকে শুরু করে উগ্রপন্থিদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সরকারের কাছে সবার আগে জনগণের নিরাপত্তা। আজ বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,দেশে নতুন নতুন পুলিশ ফাঁড়ির ভবন নির্মিত হচ্ছে। নতুন থানা, আদালত ভবন নির্মিত হচ্ছে। সরকার মনে করে,এ সবই বিনিয়োগ করা হচ্ছে জনগণের নিরাপত্তায়। এর বিনিময়ে সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,হলি আর্টিজানে হামলা ছিল একটা ধাক্কা। তারপর পুলিশ,র্যা বসহ অন্যান্য সব বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সাধারণ মানুষও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছে। এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সরকার প্রমাণ করেছে,এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না। সমাবেশে স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা,সংরক্ষিত নারী আসনের এমপি বেগম আকতার জাহান ও কবি কাজী রোজী এবং পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন