News71.com
 Bangladesh
 20 Jul 17, 08:39 AM
 1284           
 0
 20 Jul 17, 08:39 AM

প্রধানমন্ত্রীর চেষ্টা কৃষকদের মুখে হাসি ফোটানো ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর চেষ্টা কৃষকদের মুখে হাসি ফোটানো ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন,বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের কৃষক এবং মৎসচাষীদের মুখে হাসি ফোটানো। যা বাস্তবায়ন করতে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেশব্যাপী কৃষিতে যেমন ঘটেছে এক বৈপ্লবিক পরিবর্তন। তেমনি বিশ্বে মাছ চাষে চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুপুরে বাঘা উপজেলা হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন,এক সময় এ দেশে প্রচুর মাছ পাওয়া যেতো। আর এ কারণে প্রবাদ এসেছিল মাছে ভাতে বাঙ্গালী। মাঝ খানে অনেকগুলো নদী ও শাখা নদী মরে যাওয়াই এ প্রবাদ যখন মুছে যেতে শুরু করলো তখন আমাদের সরকার মৎস্য চাষিদের ঋণ সুবিধা দিয়ে তাদেরকে নতুন করে উজ্জীবিত করতে শুরু করলেন। এখন প্রবাদ এসেছে মাছ চাষে গড়বো দেশ-বদলে যাবে বাংলাদেশ।

এ সময় তিনি উপজেলা মৎস্য চাষিদের মধ্য থেকে এ বছর শ্রেষ্ঠ চারজন মৎস্য চাষির হাতে ক্রেস্ট তুলে দেয়া সহ ২০ জন নারীর হাতে একটি করে সেলাই মেশিন এবং বাঘার আটটি কমিউনিটি ক্লিনিক সহ ২০টি পরিবারের মাঝে একটি করে টিউবয়ের এবং ছয়টি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ ২০ হাজার করে অর্থ (চেক) বিতরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন