নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো প্রতিটি অনুষদ ও বিভাগে দেয়া হচ্ছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই কমিটি ঘোষণা করা হবে। আজ বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা ফজলুল হক হলের অডিটরিয়ামে রাবি শাখা ছাত্রলীগের এক কর্মী সভায় এই বিষয়ে আলোচনা হয় বলে ছাত্রলীগ সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়,প্রতিটি অনুষদ ও ভবনে রাবি শাখা ছাত্রলীগের একজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে এ উপলক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে ৫১ বা ৬১ সদস্যের কমিটি পূর্ণাঙ্গ করবে।
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন,বাংলাদেশ ছাত্রলীগকে গতিশীল করার জন্য রাবির প্রতিটি অনুষদ ও বিভাগে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে আমরা নেতাকর্মীদের নিয়ে সাধারণ সভাও করেছি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।