নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের কামাদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫ । অভিযান পরিচালনাকালে অস্ত্র ব্যবসায়ী আরজেদ আলীর কাছ থেকে তিনটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম এই তথ্য জানান। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।