নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবু রাজ তুহিন ওরফে সাধু নামে এক কর্মচারীর বাড়ি থেকে অস্ত্র,বোমা ও গুলি উদ্ধার করেছে র্যাবব-৫। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন বুধপাড়া এলাকা থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। র্যা ব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আবু রাজ তুহিন ওরফে সাধু ও রিজু নামের দুই ব্যক্তিকে নগরীর ভদ্রার মোড় এলাকা থেকে আটক করা হয়।
পরে তাদের র্যানব-৫ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর নতুন আজ বুধপাড়া এলাকায় সাধুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘরের ভেতর থেকে ৩টি ককটেল,দুটি বোমা,দুটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যা ব কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,এসব বোমা কতটা মারাত্মক তা পরীক্ষার পর জানা যাবে। আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে আবার অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি।