নিউজ ডেস্কঃ বগুড়ার এক কিশোরীকে ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর মাসহ মাথা ন্যাড়া করার ঘটনায় অভিযুক্ত তুফান সরকার,তার স্ত্রী আশা সরকার ও শাশুড়ি রুমি বেগম ও সহযোগী মুন্নাকে আবারও রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শ্যামসুন্দর রায়ের আদালত এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান,আজ বুধবার ধর্ষণের মামলায় তুফানকে তিন দিন ও নির্যাতনের মামলায় তুফানের স্ত্রী আশা সরকার ও শাশুড়ি রুমি বেগমকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়।
উল্লেখ্য,গত ১৭ জুলাই বিকেলে কলেজে ভর্তি-ইচ্ছুক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বগুড়ার শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার। চার ঘণ্টা ধরে তারা ছাত্রী ও তার মায়ের ওপর নির্যাতন চালান। এরপর দুজনেরই মাথা ন্যাড়া করে দেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ২৮ জুলাই রাতে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুটি মামলা করেন। মামলায় শ্রমিক লীগ নেতা তুফান সরকার,তার স্ত্রী আশা সরকার,আশা সরকারের বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আক্তারসহ ১০ জনকে আসামি করা হয়।